সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে ৩ মাঠে ৬ ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল তিন মাঠে ছটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। আগামীকাল সকাল বিকেল মিলিযে হবে ৬ টি ম্যাচ। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট প্রতিযোগিতায়। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল সাড়ে ৮ টায় ইউ বি এস টি খেলেব হার্ভে ক্লাবের বিরুদ্ধে, দুপুর ১ টায় ব্লাডমাউথ খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে, এম বি বি স্টেডিযামে সকাল সাড়ে ৮ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে শতদল সঙ্ঘের বিকরুদ্ধে,দুপুর ১  টায় কসমোপলিটন ক্লাব খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে, টি আই টি মাঠে সকালে স্ফুলিঙ্গ খেলবে পোলস্টারের বিরুদ্ধে এবং দুপুরে সংহতি খেলবে ও পি সি-‌র বিরুদ্ধে। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে ইউ বি এস টি, জে সি সি,ইউনাটেড ফ্রেন্ডস, কসমোপলিটন, স্ফুলিঙ্গ এবং সংহতি ক্লাব। জে সি সি এবং ইউনাটেড ফ্রেন্ডস আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।