নিজস্ব প্রতিনিধি, করবুক, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে করবুক মহকুমার মন্দিরঘাট বাজারে একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয় নতুন বাজার থানার পুলিশ। তবে দোকান মালিক দেবমোহন ত্রিপুরা পলাতক বলে জানা যায়।
নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন জানান লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রতিদিন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন। যার অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় ছয়টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে মন্দিরঘাট বাজারে দেবমোহন ত্রিপুরার দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ করে রাখা বিলেতি মদ গুলি উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশের অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যায়। পুলিশের এই অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বি.এস.এফ জওয়ানরা। উদ্ধার করা বিলেতি মদের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে জানান ওসি। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।