গ্রেটার নয়ডা, ৭ এপ্রিল (হি. স.) : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। শনিবার রাতের এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের এক আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরই দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লেগে কেউ আহত বা নিহত হননি। এর আগে বুধবার উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার ভাইসালি এলাকায় একটি গাড়ির শোরুমে ভয়াবহ আগুন লেগেছিল। এক আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।