আগরতলা, ৬ এপ্রিল: গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই শহরের বনকর এলাকা থেকে ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খোয়াই শহরের বনকর এলাকার বাসিন্দা কাজল তাঁতি (৩৭)-র বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে। সেই সঙ্গে উদ্ধার হয় নগদ ৮৯ হাজার ৯০০ টাকা। সঙ্গে চারটি মোবাইল ফোন। সাথে কাজল তাঁতিকে গ্রেফতার করেছে পুলিশ।