ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফ্লাড লাইটে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে ফিজিক্যাল এডুকেশন ২-১ গোলের ব্যবধানে আই এম ডি কে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে । মেয়েদের বিভাগে ফিজিক্যাল এডুকেশন-এ দল ফিজিক্যাল এডুকেশন-বি দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি পায়। এছাড়াও টিচিং স্টাফ ও নন টিচিং স্টাফের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী প্রীতি ম্যাচে টিচিং একাদশ, নন টিচিং একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ফুটবলে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মধুমানিক লোধ ও রাজ্য ক্রীড়া দপ্তরের শারীর শিক্ষক তথা কোচ আবু তাহেরকে সংবর্ধিত করা হয়। উনাদের হাতে পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দীপক শর্মা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রেজিস্ট্রার দীপক শর্মা, সম্মানীয় অতিথি এসবিআই ক্যাম্পাস ব্রাঞ্চ ম্যানেজার ঋষি কুমার, বিশেষ অতিথি অধ্যাপক শাওন রায় চৌধুরী, অধ্যাপক প্রশান্ত দাস ও অধ্যাপক সুদীপ দাস প্রমূখ।
2024-04-06