আগরতলা, ৬ এপ্রিল: মাটির নিচ থেকে প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। কিন্তু পলাতক বাড়ির মালিক। তাঁকে আটক করা যায়নি।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর আনন্দপুর গ্রামের আশাদুল হকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মাটির নিচ থেকে ১৬টি ড্রামে ৭৫৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে।
কিন্তু পালাতক বাড়ি মালিক। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহন করে সোনামুড়া থানার পুলিশ।