হাইলাকান্দি (অসম), ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জন সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে। হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভা কক্ষে ডিডিসি মিটিং এ জেলা উন্নয়ন আয়ুক্ত ই এল ফাইরেন বিভিন্ন বিভাগের আধিকারিক দের নিজেদের কার্যালয়ের কর্মীরা যারা ভোটকর্মী হিসেবে নিযুক্ত তাদের পোস্টাল ব্যালটে ভোট দান সাব্যস্ত করা সহ প্রত্যেক ভোটদাতাকে আগামী ২৬ এপ্রিল ভোটদান পর্বে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানান । পাশাপাশি একটি সচেতনতা মূলক পোস্টার ও প্রকাশিত হয় । প্রতিটি বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা গড়ে তোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।
2024-04-06