আগরতলা, ৬ এপ্রিল:পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ইভিএমের কমিশনিং শুরু হয়েছে। আগরতলায় লোকসভা ও রামনগর উপনির্বাচনে ইভিএমের কমিশনিং আজ উমাকান্ত স্কুলের অডিটরিয়ামে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কমিশনিং-র কাজ আগামীকালও চলবে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকগণ।
এদিন রিটার্নিং অফিসার ডাঃ বিশাল কুমার জানিয়েছেন,পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনের জন্য বরাদ্দ ইভিএম রয়েছে তার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, প্রায় এক হাজারের কাছাকাছি ইভিএম রয়েছে। যার মধ্যে ৭৯৩ টি ভোট কেন্দ্রের জন্য এবং বাকি গুলি রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
তিনি জানান, যাতে করে নির্বাচনের দিন কোন ইভিএম মেশিনে যান্ত্রিক গোলোযোগ দেখা দিলে ভোট গ্রহন পর্ব বিঘ্নিত না হয়। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন রিটার্নিং অফিসার।