ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর তিন ম্যাচে জয়। অর্থাৎ জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস-এর। সুপার ডিভিশন লিগে রানার্স-আপ খেতাব জয়ী ইউনাইটেড ফ্রেন্ডস পরপর দুই ম্যাচে যথাক্রমে সংহতিকে ২৭ রানে এবং ওল্ড প্লে সেন্টারকে ৬১ রানে হারানোর পর শুক্রবারে ১২৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মৌচাক ক্লাবকে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে, বেলা একটায়। টি সি এ আয়োজিত টি-টোয়েন্টি ঘরোয়া ক্লাব লীগের। ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং এর ৭৬ রান, অভিজিৎ সরকারের ৩০ রান এবং রজত দে-র ২৯ রান উল্লেখযোগ্য। অঙ্কিত ৪৮ বল খেলে বারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৭৬ রান সংগ্রহ করে দলের স্কোর চ্যালেঞ্জিং করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতিও পায়। পাল্টা ব্যাট করতে নেমে মৌচাকের ইনিংস গুটিয়ে যায় ৬৭ রানে। ১৫.৪ ওভার খেলে। দলের পক্ষে গোবিন্দ শর্মা অপরাজিত ভূমিকায় সর্বাধিক ২৮ রান সংগ্রহ করলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি বলে লড়াকু চেহারা মাঝ পথে দুমড়ে যায়। ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিশাল ঘোষ ১৯ রানে ৪টি উইকেট তুলে নেয়। এছাড়া, প্রিন্স রানা ৮ রানে ও ঋত্বিক শ্রীবাস্তব ১৯ রানে দুটি করে উইকেট পেয়েছে।
2024-04-05