আগরতলা, ৫ এপ্রিল: লোকসভা বিজেপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারাণী কৃতি দেবী দেববর্মণ সমর্থনে আজ ফটিকরায় মন্ডলের অন্তর্গত বিলাসপুর ১ নং বুথে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন মন্ত্রী সুধাংশু দাস।
এদিন দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন তিনি।
এদিন তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উচ্চাস উদ্দীপনা জানান দিচ্ছে লোকসভা বিজেপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি, আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে দলে জনগণ বিজেপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য এগিয়ে এসেছেন।