বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির যৌথ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

আগরতলা, ৫ এপ্রিল: আজ মোহনপুর বিধানসভার লেফুঙ্গা বাজারে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির যৌথ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

তাছাড়া, এদিন এক যৌথভাবে সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের মাধ্যমে মোহনপুর মন্ডলের অধীন জনজাতি অধ্যুষিত এলাকা লেফুঙ্গার মানুষদের মধ্যে নির্বাচনী জাগরণ সৃষ্টি করে এক গেরুয়া আবহাওয়া তৈরি হয়েছে। বাইক মিছিলে মন্ত্রীর সঙ্গে এডিসির কার্যনির্বাহী সদস্য রুনীয়েল দেববর্মা সহ বিজেপি, মথা এবং আইপিএফটির কার্যকর্তা এবং সমর্থকেরা অংশ নিয়েছেন । এদিনের মিছিলটি গামছাকোবরাতে গিয়ে শেষ হয়েছে।

আজ সকালে লেফুঙ্গা বাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে এখানকার জনগণের সঙ্গেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেছেন।