আগরতলা,৫ এপ্রিল : বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ নাম ও ছবি দিয়ে ভুয়ো ফেইসবুক একাউন্ট খুলে সামাজিক মাধ্যমে আর্থিক সুবিধা চাওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে এই কথা নিজেই জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি তিনি রাজ্যের জনগনকে প্রতারকদের থেকে সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এর বিরোধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাইবার ক্রাইম সংক্রান্ত ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত রাজ্যের জনগন। বিভিন্নভাবে এই সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারিত হচ্ছেন যুবসমাজও। প্রায়শই এই ধরনের খবর উঠে আসছে। সাইবার ক্রাইম ব্রাঞ্চ আরো সক্রিয় হয়ে রাজ্যে সাইবার ক্রাইম রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক, তবে সাধারন জনগন ও অভিভাবক মহল কিছুটা শান্তির নিশ্বাস নিতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন।