রাধামাধব জিউ সেবা সমিতির বার্ষিক অধিবেশনে বিশেষ সম্মান পেলেন নৃত্যশিল্পী গহিনা সিনহা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: শ্রী শ্রী রাধামাধব জিউ সেবা সমিতির ১৪৪ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। বার্ষিক অধিবেশনে ত্রিপুরার কৈলাসহরের বিদ্যানগরের বাসিন্দা বিশ্ব ভারতী থেকে নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী গহীনা সিনহা বিশেষ সম্মানের অধিকারী হয়েছেন।

ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক দিয়ে অতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সংখ্যাতত্ত্বের দিক দিয়ে কম হলেও এ জাতিগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ভাবাবেগ প্রবল। এই জাতিগোষ্ঠীর লোকেরা যোগল মূর্তি অর্থাৎ রাধাকৃষ্ণের উপাসক।

তারই অঙ্গ হিসেবে শ্রী শ্রী রাধামাধব জিউ সেবা সমিতির ১৪৪ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। এই অধিবেশনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক ভক্ত উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়েছেন বলে জানা যায়। তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য পরিবেশন করা হয়।
কৈলাসহরের নৃত্য শিল্পী তথা নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শিক্ষিকা গহীনা সিনহা ভগবান শ্রীকৃষ্ণের দশবতার এবং বসন্ত বর্ণনা নৃত্য পরিবেশন করেন এবং জনগণের ভূয়সি প্রশংসা অর্জন করেন। গহীনা সিনহা কলকাতার বিশ্বভারতী থেকে মণিপুরী নৃত্যে স্নাতকোত্তর হওয়ার পর মণিপুর থেকে আচার্য্য উপাধির জন্য পরীক্ষা দিয়েছেন। বর্তমানে কৈলাসহরের মতো জায়গা থেকে শিল্পীরা আন্তর্জাতিক স্তরে গিয়ে নিজেদের প্রতিভা প্রর্দশন করছে যেনে কৈলাসহরের আম জনতার মনে আনন্দের  জোয়ার বইছে।গহনা সিনহার বাড়ি কৈলাসহরে বিদ্যানগরে। সে বিশ্ব ভারতী থেকে নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।