ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সংহতির সামনে জয় ধ্বজা নামাতে হলো কসমোপলিটনকে। টানা দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচের মাথায় সংহতির কাছে পরাজয় স্বীকার। কসমোপলিটনের জন্য বিষয়টা তেমন সুখকর নয়। এই পরাজয়ের জন্য পরবর্তী সময়ে পয়েন্ট তালিকায় কসমোপলিটনকে কিছুটা হলেও ব্যাকফুটে থাকতে হবে। খেলা সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি গ্রুপ লীগের। এমবিবি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটা-র ম্যাচ। টস জিতে কসমোপলিটন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েই মনে হচ্ছে ভুল করেছে। কেননা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সংহতি সীমিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে নেয়। ওপেনার করন শাহ-র অনবদ্য শতরান দলের স্কোর সমৃদ্ধ করে তুলে। ৬২ বল খেলে ১১ টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১১৫ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়ে যায়। এছাড়াও অধিনায়ক শ্রীদাম পালের ৪৬ রান ও সম্রাট সূত্র ধরের ৩১ রান উল্লেখ করার মতো। জবাবে কসমোপলিটনের লড়াকু মেজাজ মোক্ষম জবাবে ব্যস্ত হলেও ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করতেই নির্ধারিত২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে বিক্রম দেবনাথ দুর্দান্ত ৬৮ রান, ওপেনার সুজন আঠা ওয়ালে ৩৬ রান এবং শেষ দিকে তন্ময় ঘোষ অপরাজিত ২১ রান সংগ্রহ করে মোট ১৯৭ রানে ইনিংস শেষ করলে ৯ রানে হার স্বীকার করতে হয়। সংহতির চিরঞ্জিত পাল ২৭ শানে তিনটি উইকেট পেয়েছে।
2024-04-05