আগরতলা,৫ এপ্রিল: ত্রিপুরায় কমিউনিস্ট অস্তিত্ব বাঁচানোর স্বার্থে কংগ্রেসের সাথে আঁতাত করেছে। কিন্তু কেরলে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। আজ বিলোনীয়ায় প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে শক্তি স্বরূপা শীর্ষক সমাবেশে এভাবে কংগ্রেস ও কমিউনিস্টকে বিঁধলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।
তাঁর কটাক্ষ, সারা দেশের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে। নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করছে কংগ্রেস। এদিকে সিপিএম নিজের দলের ক্যাডারদের বাঁচানোর জন্য লড়াই করছে। কিন্তু দেশের মানুষ, যুবক, মহিলাদের জন্য লড়াই করছে ভারতীয় জনতা পার্টি।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির ৬ বছরের শাসনকালে ৪ লক্ষাধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করা হয়েছে। তার মধ্যে ৭০ শতাংশ ঘর মহিলাদের নামে প্রদান করা হয়েছে। কিন্তু ২৫ বছর কমিউনিস্টের শাসনকালে ৪৮ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করেছিল।
তাঁর কথায়, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের নিয়ে গড়া স্বসহায়ক দলের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহিলাদের জন্য কি করেছেন। কখনো মহিলাদের সন্মান করে নি কমিউনিস্ট। বাম আমলে ক্যাডাররা গ্রামে গ্রামে ঘরে শুধু মহিলাদের উপর নির্যাতন করতেন।
এদিন তিনি কংগ্রেস ও কমিউনিস্টকে নিশানা করে বলেন, ত্রিপুরায় কমিউনিস্ট অস্তিত্ব বাঁচানোর স্বার্থে কংগ্রেসের সাথে আঁতাত করেছে। কিন্তু কেরলে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। কেরলে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট প্রার্থী ঘোষণা করেছে। এই হল কংগ্রেস ও কমিউনিস্টের আসল চরিত্র।
তাঁর দাবি, কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে। ত্রিপুরাতে যতদিন সিপিএম কংগ্রেস ছিল ততদিন এরা শুধু নাটক করেছে।কমিউনিস্ট ও কংগ্রেস মিলে রাজ্যের দক্ষিণ জেলার মাটিতে ৫৯ টি খুন করেছে বলে দাবি বিপ্লবের।