ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল: নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করল এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম রিনা রানী দাস(৩৫)। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে এনসিসি থানার অন্তর্গত দুর্জয়নগর এলাকায়। জানা যায় রিনা রানী দাসের স্বামী
এইদিন সকালে মেয়েকে নিয়ে গৃহ শিক্ষকের বাড়িতে যান। ছেলেও বাড়িতে ছিল না।

কিছুক্ষণ পর মহিলার ছেলে বাড়িতে ছুটে গিয়ে দেখতে পায় ঘরের ভেতরে ফাঁসিতে ঝুলছে তার মা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিনা রাণী দাসকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তার পরিজনেরা।