নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ এপ্রিল: সমাজ সেবার অঙ্গ হিসেবে পাঁচদিন ব্যাপী এনএসএস- এর স্পেশাল ক্যাম্প জীবন ত্রিপুরা দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজনগর গ্রাম পঞায়েতের গ্রাম প্রধান অঞ্জনা নাথ। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা সুনিতি নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্তা পুরকাস্ত,(রিটায়ার্ড এ.এইচ.এম. জীবন ত্রিপুরা এইচএস স্কুল),সম্মানিত অতিথি এস এম সি চেয়ারপার্সন দেবাশীষ নাথ,সমাজসেবক কান্তি গোপাল নাথ, বাদল দে প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার দাস।সমাপ্তি দিনে এন এস এস এর উদ্যাগে এক রক্তদান শিবিরের আয়োজন করা করা হয়। প্রথমে রক্তদান করেন এন এস এস প্রোগ্রাম অফিসার উষা রানী নমঃ শির্ক্ষক সিদ্ধাথ ভট্টাচার্য ও শিক্ষিকা তাপসী এিপুরা।
এছাড়া এন এস এস ছাত্র তুষার নাথ বিপ্লব চন্দ্র নাথ সৌরভ নাথ প্রিয়াস কুমার নাথ ও প্রিয়া নাথ সহ ২৩ জন রক্ত দান করেন। রক্ত দান শিবিরে ৩জন মহিলা সহ মোট ২৩ জন রক্তদাতা রক্তদান করেন, যা ধর্মনগর সকল বিদ্যালয় স্থরে সর্বোচ্চ রক্তদান ছিল।
এই মহৎ রক্তদানে এগিয়ে এসেছিলেন এনএসএস ভলেন্টিয়ার সহ বিদ্যালয়ের একাংশ শিক্ষক – শিক্ষিকা, এক্স স্টুডেন্ট এবং সমাজ সেবীরা। তাছাড়া এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় বিশেষভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক মান্না কুমার রায়, সিদ্ধার্থ ভট্টাচার্যী ও প্রজলাল নাথ ।
তাছাড়া এনএসএস এর প্রোগ্রাম অফিসার তথা এই গোটা অনুষ্ঠানের আয়োজক ঊষা রানী নমঃ বিশেষ আলোচনার মধ্য দিয়ে জানান যে ২০২২ সালে প্রথম এন এস এস ক্যাম্প শুরু হয়েছে জীবন এিপুরা দ্বাদশ মান বিদ্যালয়ে । এবছর অথাৎ ২০২৪ সালে বিদ্যালয় কতৃপক্ষ প্রথমবার এন এস এস ছাএদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছে। তারমধ্যে উল্লেখযোগ্য দিক হলো রক্ত দান শিবির। এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহন করেন। বিদ্যালয়ের কতৃপক্ষের উদ্যাগে এবছর জীবন এিপুরা দ্বাদশ মান বিদ্যালয়ে সাড়া জাগানো এনএসএস ক্যাম্প অনুষ্ঠিত হয়।

