নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : সদ্য প্রয়াত হয়েছেন গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারি। তাঁর বড় ছেলে আব্বাস আনসারি জেলবন্দি। বাবার শেষকৃত্যে থাকতে পারননি তিনি। কিন্তু তাঁর স্মরণে ফাতিহা অনুষ্ঠানে যাতে আব্বাস উপস্থিত থাকতে পারে, সেইজন্য সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আনসারি পরিবার।
শুক্রবার শীর্ষ আদালতের তরফে নোটিশ জারি করে জানানো হল এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ এপ্রিল। বুধবার ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাতিহা অনুষ্ঠান, তার ঠিক একদিন আগে মঙ্গলবার রায় দিতে পারে শীর্ষ আদালত।