কলকাতা, ৩ এপ্রিল (হি.স) : সিজিও কমপ্লেক্স ইডি দফতরে আনা হলো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব তথা এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহাকে। সিবিআই– এর পর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের হেফাজতে নিল ইডি। তদন্তের অগ্রগতি বাড়াতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় দু বছর আগে সিবিআই গ্রেফতার করেছিল শান্তি প্রসাদ সিনহাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মিডিল ম্যান প্রসন্নকুমার রায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শান্তি প্রসাদ সিনহার এমনই তথ্য উঠে আসে সিবিআই এর প্রাথমিক তদন্তে। এরপর সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয় এই দুর্নীতির পেছনে কাদের কাদের হাত রয়েছে তা নিয়ে চলে তদন্ত। বর্তমানে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা জেল কাস্টডিতে ছিলেন আজ আদালতের দ্বারস্থ হয় ইডি। ইডি সূত্রে খবর, দুর্নীতির টাকা তার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে বলে এমনই তথ্য উঠে এসেছে ইডির হাতে। তাই শান্তি প্রসাদ সিনাহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। এক কথায় বলা চলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক লেনদেন হয়েছে তা নিয়ে এবার শান্তি প্রসাদ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের অগ্রগতি বাড়াতে চাইছে তদন্তকারীরা।

