নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের কারণেই প্রতিটি নির্বাচনে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দলীয় সহকর্মীদের উজ্জীবিত করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ঐক্য ও আবেগ নিয়ে কাজ করতে হবে আমাদের। প্রধানমন্ত্রী মোদী বুধবার নমো অ্যাপের মাধ্যমে উত্তর প্রদেশের বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ করেছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “চাচা-ভাতিজার পরিবারের সঙ্গে উত্তর প্রদেশের সংযোগ অনেক আগেই ভেঙে গিয়েছে। এই নির্বাচনে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়ছি। আমরা পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাতে লড়াই করছি।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “নির্বাচনী প্রচারের সময় আপনারা শুধুমাত্র দলের প্রচারই করেন না, দলের সংস্কৃতি ও মূল্যবোধকেও মানুষের কাছে নিয়ে যান। আমি আপনাদের সকলকে বিজেপির ধারণার সঙ্গে আপনার বিনয় দিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি।” মোদীর কথায়, “এখন খুব গরম, আমি কর্মীদেরও তাঁদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করব। এমন গরমে কাজ করার সময় জল পান করতে ভুলবেন না। আপনি আপনার স্বাস্থ্যের যত বেশি যত্ন নেবেন, কঠোর পরিশ্রম করা তত বেশি সুবিধাজনক হবে।”