বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই, কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে : জিতেন্দ্র

আগরতলা, ৩ এপ্রিল: বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই। কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে। গণতন্ত্রের খুন হলে শুধু ব্যক্তি খুন হবে না প্রজন্ম খুন হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বাম ও কংগ্রেসের জমানায় কর্মীদের খুনের ঘটনা স্বীকার করে বিজেপিকে বিঁধলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, শাসক দল বিভিন্ন নির্বাচনী জনসভায় এবারে সিপিএমের জমানা জব্দ হবে বলে বেড়াচ্ছে। আসলে শাসক দল কর্মীদের মনোবল বাড়াতে এই উক্তি করছে। তাঁর কথায়, সিপিএমের সাথে কংগ্রেসের কর্মসূচিগত ফারাক ছিল, আছে এবং আগামীতে থাকবে। কিন্তু বিজেপি সরকারের হাত থেকে দেশের সংবিধানকে রক্ষা করতে বাম ও কংগ্রেস একজোট হয়েছে। বিজেপি ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে।

এদিন তিনি বলেন, বাম ও কংগ্রেসের আমলে কর্মীদের খুনের ঘটনা কেউই সর্মথন করছে না। বাম ও কংগ্রেসের আমলে খুন হয়েছে ঠিকই। কিন্তু বিজেপি সরকার গণতন্ত্রের খুন করছে। গণতন্ত্রের খুন হলে শুধু ব্যক্তি খুন হবে না প্রজন্ম খুন হবে।

এদিনের সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, শাসক দল ইন্ডি জোটের প্রচারসজ্জা পুড়িয়ে ফেলেছে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। জনগণ যেন উৎসবের মেজাজে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *