গেরুয়া বসন পরলেন আকসা নেতা রূপম নন্দীপুরকায়স্থ

শিলচর (অসম), ৩ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে গেরুয়া বসন পরলেন সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা-র (আকসা) উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ।

আজ বুধবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন দাখিল সভায় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাত থেকে পদ্মখচিত উত্তরীয় পরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন আকসা নেতা রূপম নন্দী পুরকায়স্থ।

বিজেপিতে যোগদান করে প্রতিক্রিয়া ব্যক্ত করে রূপম বলেন, ভারতবর্ষের রাজনীতি আজ এক নতুন গতিপথে এসে পৌঁছেছে। সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে এক দিকে যেমন দেশে নতুন যুগের সূচনা হয়েছে, তেমনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা অসমকে আজ শ্রেষ্ঠত্বের এক অভূতপূর্ব দিশা দেখাচ্ছেন। অসম আজ দেশ-বিদেশে উপযুক্ত মর্যাদা পাচ্ছে। ভারত বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হচ্ছে। বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এখন বিশ্ব রাজনীতির কথা চিন্তা করা যায় না। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে অসম এখন শক্তিশালী অবস্থানে। ড. হিমন্তবিশ্ব শর্মার সবল নেতৃত্বের জন্যই এটা সম্ভব হয়েছে। একের পর এক বলিষ্ঠ, সাহসী পদক্ষেপ গ্রহণ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কীভাবে একটি রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। এমতাবস্থায় একজন সচেতন নাগরিক হিসেবে চুপ করে বসে থাকা যায় না। কোনও না-কোনও ভাবে এই কর্মযজ্ঞে শামিল হতে হয়। না-হলে ইতিহাস ক্ষমা করবে না।

এমতাবস্থায় বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির সদস্য হয়ে আমি আজ নতুন লক্ষ্য নিয়ে পথ চলার প্রেরণা পেলাম। ছাত্রাবস্থায় আশির দশকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠক হিসেবে জীবনে যে পথ চলা শুরু হয়েছিল, পরবর্তীতে আকসা সভাপতি, উপদেষ্টা হিসেবে, সমাজকর্মী হিসেবে চার দশকরও বেশি সময় ধরে নানা দিক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। নিরন্তর মানুষের পাশে থাকার জন্য আমি সাধ্যমতো কাজ করে চলেছি। আজ বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে এর একটা পরিপূর্ণতা পেলো বলে মনে করেন রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বিজেপি সংগঠনের সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *