আগরতলা,৩ এপ্রিল: মাটি খুঁড়ে প্রায় ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে মেলাঘর থানার পুলিশ। সাথে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে মেলাঘর থানার রামপদ পাড়া এডিসি ভিলেজ এলাকায় চৈত্রমোহন দেববর্মার বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে আধা সামরিক বাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে মাটি খুঁড়ে প্রায় ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সাথে বাড়ির মালিক চৈত্রমোহন দেববর্মাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সুনিদিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।