হাইলাকান্দি (অসম) ২ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার ১২১ হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে নিযুক্তিপ্রাপ্ত সব জোনাল অফিসার এবং সেক্টর অফিসার, রিজার্ভ জোনাল, সেক্টর অফিসারদের দ্বিতীয় পর্যায়ের একিদিবসীয় প্রশিক্ষন তিন এপ্রিলের পরিবর্তে আগামী চার এপ্রিল হাইলাকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে । হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার অফিসের লোকসভা নির্বাচনের পার্সোনাল সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার জোনাল এবং সেক্টর অফিসারদের ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণের দ্বিতীয় পর্বের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে ।
উল্লেখ্য, আগে ওই প্রশিক্ষণ তিন এপ্রিল হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী চার এপ্রিল বৃহস্পতিবার প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে দশটায়। চলবে সাড়ে বারোটা পর্যন্ত । দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা একটায় এবং চলবে তিনটা। প্রশিক্ষণ শিবিরে জোনাল ও সেক্টর অফিসারদের দায়িত্ব, কর্তব্য সহ ইভিএম, ভি ভি প্যাট বসানো, প্রতিস্থাপন ,ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষন শিবিরে নিযুক্তি প্রাপ্ত জোনাল ও সেক্টর অফিসারদের কে যথাসময়ে উপস্থিত থাকতে লোকসভা নির্বাচনের পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ আহবান জানিয়েছেন।

