নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং জামিন পাওয়ায় খুশি ব্যক্ত করলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। সুপ্রিম কোর্টের ওপর আশা রেখে তিনি বলেছেন, সত্যের ও ন্যায়েরই জয় হবে। আবগারি দুর্নীতির অনিয়ম সংক্রান্ত মামলায় বিচার চলাকালীনই মঙ্গলবার এএপি সাংসদ সঞ্জয় সিংকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
এ প্রসঙ্গে ডি রাজা বলেছেন, “এটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্ররোচিত প্রতিহিংসার রাজনীতির উপর একটি আঘাত। এই রায় আশা জাগিয়ে তুলবে যে অন্যরাও জামিন পাবে এবং মুক্তি পাবে। সত্যের জয় হবে এবং ন্যায়ের জয় হবে।”

