বিয়ের প্রস্তাবে অসম্মতি, যুবতীকে লোহার রড দিয়ে মারলো যুবক, আশঙ্কাজনক অবস্থা যুবতীর

মুম্বই, ২ এপ্রিল (হি. স.): বিয়ের প্রস্তাব খারিজ করায় যুবতীর ওপর নৃশংসভাবে হামলা চালালো মুম্বইয়ের এক যুবক। যুবতী আশঙ্কাজনক অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদ হারুন ইদ্রিশ নামে ওই যুবক বছর ৩০-এর এক মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাতে সম্মতি দেননি ওই যুবতী। তারপরেই রেগে গিয়ে মহিলার ওপর লোহার রড নিয়ে চড়াও হয় ওই যুবক। শরীরে বেশ কয়েকবার জোরে আঘাত করে সে। এরপর অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন যুবতী। পুলিশ যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি আছেন। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কুরার থানার পুলিশ। তাকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।