নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : অরবিন্দ কেজরিওয়াল মদের বিরুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত মদের কেলেঙ্কারি করেছেন, এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল রাজনীতিতে আসতে চলেছেন। সম্প্রতি সিসমহলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের সঙ্গে তিনি সাক্ষাৎও করেছিলেন। তাঁদের একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। দুজনের স্বামীই হেফাজতে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল মদের বিরুদ্ধে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত মদের কেলেঙ্কারি করেছেন। অরবিন্দ কেজরিওয়ালের জীবন কাহিনী সবার সামনে রয়েছে বলেও কটাক্ষ করেন পুরি।

