নাগপুর, ২ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে এক বিরাট রোড-শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গডকড়ি। মঙ্গলবার নাগপুরের রাস্তায় রোড-শো করেছেন নাগপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী গডকড়ি, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশও। রাস্তার দুই ধারে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়েন নীতিন, তাঁকে একঝলক দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রোড-শো চলাকালীন নীতিন গডকড়ি বলেছেন, “জনগণ আমাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানাচ্ছেন। আমি কখনও জাতপাত ও সাম্প্রদায়িকতার রাজনীতি করিনি। আমি নাগপুরকে আমার পরিবার মনে করি এবং নাগপুরের মানুষও আমাকে তাঁদের নিজেদের মনে করে।”

