নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): বিহারের মুজফ্ফরপুর লোকসভা আসন থেকে টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন, আর মঙ্গলবারই কংগ্রেস যোগ দিলেন অজয় নিশাদ। মঙ্গলবারই বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দেন নিশাদ, বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন তিনি। আর এদিনই দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার উপস্থিতিতে কংগ্রেস যোগ দিয়েছেন অজয় নিশাদ। পবন খেরা ও অন্যান্য কংগ্রেস নেতারা তাঁকে হাত শিবিরে স্বাগত জানান।
মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ অজয় নিশাদ লিখেছেন, “শ্রদ্ধেয় জে পি নাড্ডাজি বিজেপির বিশ্বাসঘাতকতায় আমি হতবাক, আমি দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।” উল্লেখ্য, মুজফ্ফরপুরের বর্তমান সাংসদ হলেন অজয় নিশাদ, এবার তাঁকে আর ভোটে লড়ার টিকিট দেয়নি বিজেপি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন তিনি। দল ছেড়েই এদিন তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।

