আগরতলা,১ এপ্রিল: বক্সনগর কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় দিশেহারা এক বাইসনের তান্ডবে আহত হয়েছে এক জনজাতি মহিলা। বর্তমানে তাঁকে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত কয়েকদিন আগে একাধিক বাইসন তৃষ্ণা অভয়ারণ্যের সীমানা অতিক্রম করে লোকালয়ে এসে পড়েছে। কাঠালিয়া উত্তর মহেশপুর গ্রামের মানুষের বাড়ির আশেপাশে ছোটাছুটি করছে। দলছুট বাইসনের আতঙ্কে গৃহবন্দি এলাকাবাসী। বনদপ্তরের কর্মীরা যথাসম্ভব চেষ্টা করছেন।
এদিন তিনি আরও জানিয়েছেন, লারকি সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়েছেন সোনামুড়া মহকুমার নিদয়ার শ্রীদেবী নোয়াতিয়া নামে ৪০ বছরের এক জনজাতি মহিলা।