“বিজেপির ঝড় শুরু হয়েছে, আর তাতেই লণ্ডভণ্ড“, মন্তব্য দিলীপের

পশ্চিম বর্ধমান, ১ এপ্রিল, (হি.স.): ফের স্বমহিমায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ উত্তরবঙ্গে ভয়াবহ ঝড়ে একাধিক প্রাণহানির ঘটনার পাশাপাশি উত্তরবঙ্গের বহু এলাকা বিধ্বস্ত। সোমবার তিনি দাবি করেছেন, ভোট শুরু হচ্ছে তাই সেখানে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে।আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সব।”

সকালে দুর্গাপুরের ক্লাব স্যান্টোস ময়দানে প্রাতঃভ্রমণের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঝড় নিয়ে দিলীপ ঘোষের জবাব, “ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। সেখানে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে।

তিনি বলেন, “এই সময় কালবৈশাখী হয়। তবে উত্তরবঙ্গে এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। আমাদের দলের লোকেরাও মানুষের পাশে দাঁড়িয়েছেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, “যাওয়া উচিত। উনি তো সরকারের প্রতিনিধি। উনি তো সরকার চালাচ্ছি বলেন।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই সেখানে পৌঁছনোর পরে সোমবার রাজ্যপাল আনন্দ বোস এবং অভিষেক বন্দোপাধ্যায় সেখানে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকবার্তা দিয়ে বিজেপি নেতৃত্বকে উদ্ধারকাজে নামার কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *