২০১৪ সাল থেকে মোদীর কাজ দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিন : জি কিষাণ রেড্ডি

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ২০১৪ সাল থেকে মোদীর কাজ দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিন, এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তেলেঙ্গানায় একথা বলেন তেলেঙ্গানার বিজেপি প্রধান রেড্ডি। তিনি বলেন, সড়ক, বিমান, রেল সবক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে এখন। বিশ্বের সামনে ভারতের মাথা উঁচু হয়েছে, ভারতের গৌরব বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও ‍বলেন, ২০১৪ সালের আগে দেশের কী পরিস্থিতি ছিল আর এখন দেশের কী পরিস্থিতি, সবদিক বিচার করে ও ভাবনাচিন্তা করে আমি দেশের মানুষকে ভোট দিতে অনুরোধ করছি। মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের আইনশৃঙ্খলা কেমন ছিল, উন্নয়ন ও পরিকাঠামোগত উন্নয়নই বা কেমন ছিল, যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল সবদিক দেখে বিচার করা উচিত। সড়ক, বিমান, রেল সবক্ষেত্রেই উন্নয়ন ঘটেছে এখন। বিশ্বের সামনে ভারতের মাথা উঁচু হয়েছে, ভারতের গৌরব বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *