BRAKING NEWS

বাধা সত্ত্বেও আহতদের সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যালে দেখা করলেন শুভেন্দু

জলপাইগুড়ি, ১ এপ্রিল, (হি.স.): প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে সোমবার বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জলপাইগুড়ি মেডিক্যালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদিও সেসবকে পাত্তা না দিয়েও ভিতরে চলে যান তিনি। কথা বলেন আহতদের সঙ্গে।

রবিবার বিকেলের কয়েক মিনিটের ঝড় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা। মৃত ৫। জখম বহু। তাঁরা চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। রবিবার রাতেই আহতদের দেখতে উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে জলপাইগুড়ি যান শুভেন্দুবাবু।

সকাল থেকে হাসপাতালে ভিড় ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। এদিন সকালে শুভেন্দুবাবু হাসপাতালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সে সব এড়িয়ে ভেতরে গিয়ে দুর্যোগে আহতদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। সকলের শারীরিক অবস্থার খোঁজ নেন। আশ্বাস দেন পাশে থাকার।

এর পর সেখান থেকে তিনি সোজা চলে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। ত্রাণ শিবিরেও যান শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *