লখনউ, ১ এপ্রিল (হি. স.): স্ত্রী এবং দুই সন্তানকে খুনের পর ৩ দিন মৃতদেহের সঙ্গে বাস। শেষমেশ গ্রেফতার অভিযুক্ত। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখনউ-এর বলরামপুরে। সোমবার পুলিশের তরফে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, স্ত্রী জ্যোতি (৩০) এবং দুই সন্তান পায়েল (৬) এবং আনন্দ (৩)-কে খুন করে রামলগন গৌতম নামে ওই ব্যক্তি। হত্যার পর তিনজনের দেহ ৩ দিন ধরে ঘরের মধ্যেই রেখে দিয়েছিল সে। রবিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, লখনউ-এর বলরামপুরে ভাড়া বাড়িতে থাকতো সে।
জানা গিয়েছে, বাড়ির মালিক ধীরেন্দ্র কুমার রবিবার বিকেলে এই ঘটনা বুঝতে পারেন। ধীরেন্দ্র কুমার রামলগনের ঘর থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে একতলায় নেমে আসেন। ঘরের দরজা বন্ধ থাকায় জানলা দিয়ে উঁকি দিয়ে তিনি দেখেন মেঝেতে পড়ে রয়েছে রামলগনের স্ত্রী জ্যোতির দেহ। তৎক্ষণাৎ তিনি পুলিশের খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দু-তিনদিন আগেই রামলগন স্ত্রী, সন্তানদের খুন করে। কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

