বেকারত্ব বাড়ছে এবং বিরোধীদের দমন করতে ইডি-র অপব্যবহার করা হচ্ছে : মেহবুবা মুফতি

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : বেকারত্ব বাড়ছে এবং বিরোধীদের দমন করতে ইডি-র অপব্যবহার করা হচ্ছে, রবিবার “আইএনডিআই” জোটের মেগা সমাবেশে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। সংবিধানকে বাঁচানোর জন্য আমি আজ এই সমাবেশে উপস্থিত হয়েছিলাম। নির্বাচন হওয়ার আগেই কারচুপির চেষ্টা চালাচ্ছে বিজেপি। তিনি এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, জনসাধারণ সংবিধানকে বাঁচাতে চায়, গণতন্ত্রকে বাঁচাতে চায়, সেজন্যই তাঁরা এত বড় সংখ্যায় মাঠে নেমেছে।” রবিবার “আইএনডিআই” জোটের মেগা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামলীলা ময়দানে। সেখানে সাধারণ জনগণ ছাড়াও উপস্থিত ছিলেন জোটের সব সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *