গোলাঘাট (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেছে। এরই মধ্যে গোলাঘাট জেলার অন্তর্গত শিলাপথারে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম (এসএসটি)-এর অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩০ লক্ষ টাকা। এর সঙ্গে আটক করা হয়েছে একজনকে।
আজ জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শনিবার রাতে নামচুকের ৫১৫ নম্বর জাতীয় সড়কে শিলাপথার থানার অধীন স্ট্যাটিক সার্ভিলেন্স টিম অরুণাচল প্রদেশের রেজিস্ট্রেশনকৃত এআর ০১ এম ৪৪৩৫ নম্বরের একটি ডাস্টার মডেলের চার চাকার গাড়ি আটক করে তাতে তালাশি চালিয়েছিল। গাড়ির পেছনে স্টেপনি (চাকা) থেকে নগদ ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডাস্টার গাড়িটি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে অসমের শিলাপথারের ওপর দিয়ে ননংজাম হয়ে পাসিঘাট (অরুণাচল প্রদেশ) যাচ্ছিল।
সূত্রটি জানিয়েছে, টাকাগুলির উৎস, বৈধতা এবং কোথায়, কীসের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ইত্য়াদি নানা বিষয়ে জানতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

