নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ: এয়ারপোর্ট থানা এলাকায় মামা শশুর কর্তৃক ভাগ্নে বধূর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ দিন দুপুরে মামাশ্বশুরের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করা হয়েছে এয়ারপোর্ট থানায়। অভিযুক্তের নাম নান্টু দাস। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পরিপ্রেক্ষিতে বৃন্দাবন চৌমুহনী এলাকার নান্টু দাসের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা।অভিযোগ নান্টু দাস তাঁর ভাগিনার স্ত্রীর সাথে শ্লীলতাহানি করেছে। বেশ কিছুদিন যাবত কুমতলব নিয়ে ওই গৃহবধূর উপর চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কিন্তু তার কুপ্রস্তাবে গৃহবধু রাজি না হওয়ায় গৃহবধূর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে সে। এমনই অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাঁর বাড়িতে চড়াও হলে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অভিযুক্ত নান্টু দাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। সেই অভিযোগ মূলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

