দুর্গাপুর, ৩০ মার্চ (হি.স.) : কাঁকসায় কারখানার ভেতর লরির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু ঘটে। এই ঘটনায় উত্তেজিত শ্রমিকরা কারখানার ম্যানেজারকে ব্যাপক মারধর করে। লরিটিতেও ভাঙচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। শনিবার এই ঘটনাটিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কাঁকসা শিল্পতালুকের একটি বেসরকারী কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাম লাগোয়া একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার এক শ্রমিকের লরির ধাক্কায় মৃত্যু ঘটে। মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (২৬)। তিনি কাঁকসার গোপালপুরের বাসিন্দা ছিলেন।
শুক্রবার রাতে সুজয় কারখানায় ডিউটিতে ছিলেন। কারখানার ভেতরে একটি লরি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারখানায় শ্রমিকরা একত্রিত হয়। ততক্ষণে কারখানার ভেতরে মৃতদেহ একটি গাড়ীতে তুলে অন্যত্র সরানোর অভিযোগ পাওয়া যায়। তাতেই ক্ষোভ ফেটে পড়ে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। ক্ষিপ্ত জনতা লরিটির ব্যাপক ভাঙচুর চালায়। শনিবার সকাল থেকেই ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে অন্যান্য শ্রমিকরা। ওইসময় শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন কারখানার ম্যানেজার।

