রায়পুর, ৩০ মার্চ (হি.স.) : আমরা আজ পুরো ছত্তিশগড় রাজ্য জুড়ে জয়ের প্রচার শুরু করছি, শনিবার সাংবাদিকদের একথা বলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
তিনি এদিন আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরও বলেন যে ছত্তিশগড় রাজ্যের প্রতিটি ঘরে ঘরে বিজেপির পতাকা লাগাতে হবে এবং এই নির্বাচনে প্রতিটি বুথে বিজেপিকে জয়ী করতে হবে। আমরা এদিন কান্দুল থেকে নির্বাচনী প্রচার শুরু করছি। এখন কংগ্রেস দলের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে। সকলে এখন বিজেপি দলের প্রতি বেশি বিশ্বাস রাখছে। সেজন্য বিজেপি ছত্তিশগড় রাজ্যের ১১টি লোকসভা আসনের সবকটিতেই জয়লাভ করবে।