নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এ বার তাঁর সরকারেরই আর এক মন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। সমনেও সাড়াও দিয়েছেন তিনি, শনিবারই হাজিরা দিয়েছেন এজেন্সির দফতরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আবগারি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগে পরিবহণ মন্ত্রী তথা এএপি নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে খবর।
শনিবারই কৈলাসকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল। তলব পেয়েই ইডির দফতরে হাজির হয়েছেন মন্ত্রী।কৈলাস দিল্লির নজফগড়ের বিধায়ক। আবগারি সংক্রান্ত মামলায় এই প্রথম কৈলাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিলেন কৈলাস।

