দার্জিলিং, ৩০ মার্চ (হি. স.) : দার্জিলিং লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কার্সিয়াংয়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বজগায়েন। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে শনিবার তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
বিষ্ণুপ্রসাদ শর্মা জানান, পৃথক রাজ্য আদায় করাই তাঁর মূল লক্ষ্য। পাহাড়ের মানুষের যে আবেগ, তা দিয়েই নির্বাচনে তিনি লড়তে চান বলে জানান। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মহাকাল মন্দিরে পুজো দেন প্রার্থী।

