রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার বিজেপি মনোনীত প্রার্থীর

আগরতলা, ৩০ মার্চ: ৭ রামনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ ইন্ডি জোটের প্রার্থী তথা রতন দাসের বিরুদ্ধে তাঁকে লড়াই করতে হবে।
নিজের পাশাপাশি রামনগরবাসির উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিনের বাড়ি বাড়ি ভোট প্রচারে তাঁর সাথে পা মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানিয়েছেন, ভোট প্রচারে বেরিয়ে রামনগর এলাকাবাসীর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে।

তাঁর বিশ্বাস রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে আবারো বিধানসভায় পদ্মফুল পাঠাবেন এলাকার গণদেবতাগণ। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার আসার পর অনেক উন্নয়নমুখী কাজ প্রয়াত সুরজিৎ দত্ত করেছেন। তারপরও যে কাজগুলি বাকি আছে সেগুলি করার চেষ্টা করবেন তিনি।