হাইলাকান্দিতে এসএসটি ও এফএসটির প্রতিদিনের ফিল্ড ইন্সপেকশন পরিদর্শন করতে সার্কল অফিসারদের নির্দেশ

হাইলাকান্দি (অসম) ৩০ মার্চ (হি.স.) : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে নির্বাচন নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন এসএসটি ও এফএসটির দলের অভিযানের রোস্টার প্রকাশিত হচ্ছে। তাই প্রতিদিনের ভিত্তিতে ডিউটি রোস্টারের গোপনীয় অনুলিপি অনুসারে নাকা চেক পোস্টের অবস্থানের স্থান পরিদর্শন করার জন্য এবং এসএসটি ও এফএসটি – এর গতিবিধি পরিদর্শন করার জন্য জেলার চারটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।

গত ২৯ মার্চ ডিস্ট্রিক্ট কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ব্যয় পর্যবেক্ষকের নির্দেশনা অনুযায়ী এমএমসি এন্ড ইভিএম সেলের অফিসার ইনচার্জ তথা এডিসি এক নির্দেশে জেলার আলগাপুর, হাইলাকান্দি, লালা ও কাটলিছড়ার সার্কল অফিসার দেরকে নিয়মিত প্রতিদিন এসএসটি ও এফএসটির দলের অভিযানের ফিল্ড ইন্সপেকশন পরিদর্শন করার পাশাপাশি পৃথক পদক্ষেপের জন্য সময়ে সময়ে এমএমসি সেলের অফিসার ইনচার্জ কে অবহিত করতে বলা হয়েছে।