ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে কংগ্রেসের প্রচার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ মার্চ: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে কৈলাসহরে ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে কংগ্রেস দল। দলীয় নেতৃবৃন্দ সভা সমাবেশ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচারের শামিল হচ্ছেন।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কৈলাসহরে  মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর জেলা কংগ্রেস ভবনের সামনে এসে উক্ত মিছিলটির সমাপ্তি হয়।

এই মিছিল শেষে সংখ্যালঘু অংশের মানুষের জন্য কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন করা হয়।

আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজীৎ সিনহা, জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুর জ্জামান ।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রেনু মিয়া,। যুব কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি নীলকমল সাহা।