বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটির ঘোষণা; শীর্ষে রাজনাথ, আহ্বায়ক সীতারমন

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার কমিটির ঘোষণা করল বিজেপি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা নির্বাচনী ইস্তেহার কমিটির ঘোষণা করেছেন। এই কমিটির শীর্ষে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আহ্বায়ক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সহ-আহ্বায়ক পীযূষ গোয়েল।

নির্বাচনী ইস্তেহার কমিটির মোট সদস্য সংখ্যা ২৭। নির্বাচনী কমিটিতে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, অর্জুন মুন্ডা, ভূপেন্দ্র যাদব, বসুন্ধরা রাজে, শিবরাজ সিং চৌহান প্রমুখ।