দুর্গাপুরের অন্ডালে দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

দুর্গাপুর, ২৯ মার্চ (হি.স.) : দুর্গাপুরের অন্ডালে বন্ধ ঘরে দম্পতির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম নিলকণ্ঠ বাউরী (৪৭), তার স্ত্রী লিলি বাউরি(৩৮)।

জানা গিয়েছে, নিলকণ্ঠ বাউরী পেশায় চালক। শ্যামসুন্দরপুর কোলিয়ারীর ভুয়া পাড়ায় তাঁদের বাড়ি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিবাহ হয়েছে। ছেলে রোহিত বাউরি বাবা মায়ের সঙ্গে থাকলেও রাতে প্রায়শই পাশেই মামার বাড়িতে রাতে ঘুমাতে যায়। রোহিত বাউরি জানান,’আমি পাশেই মামার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম। শুক্রবার সকালে এসে অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না দেখে আমি প্রতিবেশিদের ডাকি। সবাই এসে দরজা খুলতেই দেখি বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং মা খাটের মধ্যে পড়ে রয়েছে। বাসিন্দারাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।