কমলপুরে নির্বাচনী অব্যাহত রেখেছেন ইণ্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৯ মার্চ: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং ধলাই জেলার কমলপুরের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।

আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং কমলপুর মহকুমার সানাইয়া রিয়াং পাড়া, সাইকার, সন্তুশিয়া, মহাদেব বাজার, কানাইলাল হালাম পাড়া, কামরাঙ্গা, হালহালি পার্টি অফিস, বিষ্ণুপুর, কমলপুর পার্টি অফিসসহ এই স্হানগুলিতে দিনভর নির্বাচনী সভা, ভোটারদের সঙ্গে পরিচিতি কর্মসূচী হয়।

প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস ও প্রাক্তন এম ডি সি বদরবোম হালামসহ অন্যান্য কর্মীরা।

রাজেন্দ্র রিয়াং শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে  বলেন বিজেপি ,আইপিএফটি, তিপ্রা মথা এই দলগুলি তাদের জন্মলগ্ন থেকেই জনগণের সঙ্গে প্রতারনা করে আসছে। এই বিশ্বাসঘাতক দলগুলি ছলচাতুরি করে যে নাটক মঞ্চস্থ করে তা ধরা পড়ে গেছে। জাতি-উপজাতি সহ সকল অংশের জনগণের কাছে তাদের আসল চেহারা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

তার দাবি, তারা ভোট আসলেই জনগণের উন্নয়নের লুট করা অঢেল টাকা খরচ করবে, মিথ্যা প্রচার- প্রতিশ্রুতির সঙ্গে সন্ত্রাস করে ভোটারের ইচ্ছার বিরুদ্ধে জয়লাভ করার চেষ্টা করবে। কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় আসবে আর তার জন্য ত্রিপুরার দুটি আসনেই ইন্ডিয়ার প্রার্থী জয়ী হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।