ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের। আগামী ৩০ মার্চ সকাল থেকে দুই মাঠে দুটি সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সদর বি দল খেলবে বিশালগড় ক্রিকেট দলের বিরুদ্ধে। খেলা শুরু সকাল সাড়ে ৯ টা থেকে। একই সময়ে নীপকো মাঠে সদর এ দল উদয়পুর ক্রিকেট টিম পরস্পরের মুখোমুখি হবে। দুই মাঠে দুটি সেমিফাইনালের পর ফের একদিন বিরতি কাটিয়ে পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল খেলাটি কোথায় হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।
2024-03-28