শিলচর (অসম) ২৮ মার্চ (হি.স.) : কাছাড় জেলার কালাইন এলাকার বুরুঙ্গায় বৃহস্পতিবার সকালে অনুমানিক বছর ত্রিশের এক অপরিচিত যুবকের তাজা লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এদিন বুরুঙ্গার ১০ নম্বর রেল ব্রিজ সংলগ্ন স্থানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এমন খবরে স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । এদিকে এসংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধন্ধে রয়েছেন স্থানীয় জনগন সহ পুলিশ। মৃত যুবকটির গলায় তুলসীর মালা থাকায় ধারনা করা হচ্ছে সে কোনও হিন্দু পরিবারের সন্তান হবে।
এ কান্ডে পুলিশের তদন্তকারি অফিসারকে প্রশ্ন করলে তিনি জানান যে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই উক্ত যুবকের মৃত্যু রহস্য সম্পর্কে স্পষ্ট করে বলা যাবে। মৃতের পরিচয় বের করতে পুলিশ বিভিন্ন থানায় ছবি প্রেরন করেছে।তার পরিবারের সন্ধান পাওয়া গেলে মৃতদেহ সমঝে দেওয়া হবে নতুবা বাহাত্তর ঘন্টা পর প্রশাসনিক স্তরে মৃতদেহের সৎকার করা হবে।