দুর্গাপুর, ২৭ মার্চ (হি. স.) : ‘পিংলা সহ বেশকিছু জায়গায় সংবেদনশীল অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’ বুধবার আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দিতে যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উল্লেখ্য, গত শনিবার মেদিনীপুরের পিংলায় ধান ক্ষেতে শান্তনু গরাই নামে এক বিজেপিকর্মীর রক্তাত্ব মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরে একাধিক ক্ষত ছিল। বিজেপি খুনের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে। মঙ্গলবার মৃত বিজেপিকর্মীর পরিবারকে সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। এবং মৃত বিজেপিকর্মীর বাড়িতে যাওয়ার আবেদন করেন। এদিকে লোকসভা ভোটের প্রাক্কালে পিংলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। বুধবার আসানসোল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য কোলকাতা থেকে হেলিকপ্টারে অন্ডাল বিমানবন্দরে নামেন। সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
নির্বাচনের আগে পিংলা সহ রাজ্যে হিংসার ঘটনার অভিযোগ প্রসঙ্গে রাজ্যপাল বলেন,” বেশকিছু সংবেদনশীল অভিযোগ এসেছে। সেগুলো নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। এবং উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।” পাশাপাশি রাজ্যপাল জানান” লোকসভা নির্বাচনে একজন রাজ্যপালের ভূমিকা যেটা হওয়া উচিত, তিনি সেই ভূমিকায় পালন করবেন।” উল্লেখ্য, এদিন আসানসোল কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রীকে আচার্য পদে ও স্থায়ী উপাচার্যের দাবীতে সরব হয়। এমনকি রাজ্যপালকে গো- ব্যাক শ্লো-গান দেয় তৃণমূল ছাত্রপরিষদ সদস্যরা। যদিও ফেরার পথে অন্ডাল বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের প্রশ্নে ছাত্র বিক্ষোভ মানতে নারাজ। এবং কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন,” ব্ল্যাক ফ্ল্যাগ অলওয়েস ওয়েলকাম।”